লর্ডস মোড়ে পুজোর ব্যানার ছেঁড়া নিয়ে দুই ক্লাবের সংঘর্ষ, জখম ৪
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় এবার পুজোকেন্দ্রিক বিজ্ঞাপনের ব্যানার লাগানো নিয়ে দুই ক্লাবের সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষ হল। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোডের লর্ডস মোড়ে ব্যানার লাগানো নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত। যা পরে হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়।
লর্ডস মোড়ে বাঁশ দিয়ে বাঁধা ছিল সংহতি ক্লাবের ব্যানার। শনিবার রাতে সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ, প্রতিবাদ করলে সংহতি ক্লাবের সদস্যদের ব্যপক মারধর করে প্রগতি ক্লাবের লোকজন। পাল্টা একই অভিযোগ করেছে প্রগতি সঙ্ঘও। তাদের পুজোর ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তারা। এনিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল ও মারপিট শুরু হয়ে যায়।
পুজোর আগে কলকাতার বিভিন্ন রাস্তার দু’ধারে বাঁশের কাঠামো লাগিয়ে বিজ্ঞাপন দেওয়ার রীতি অনেক বছরের। সংহতি ক্লাবের সম্পাদক কিশোর চৌধুরী ও যুগ্ম সম্পাদক বুম্বা গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘আমরা এক লক্ষ টাকার বেশি খরচ করে অ্যাড লাগানোর জন্য বাঁশের কাঠামো করেছি। প্রগতি সঙ্ঘের জন্য যে জায়গা বরাদ্দ রয়েছে, সেখানে ওরা কোনও বাঁশ বাঁধেনি। উল্টে আমাদের লাগানো ব্যানার এসে ছিঁড়ে দিয়েছে। আমাদের কোনও লোক ওদের ব্যনারে হাত দেয়নি। আজ সকালে আমরা এনিয়ে প্রতিবাদ করতে গেলে ঘুষি, থাপ্পড়, লাথি মারা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওরা আমদের ক্লাবে এসেও ঝামেলা করেছে।’ সব ঘটনা সিসি ক্যামেরা ফুটেজেই রয়েছে এবং তা পুলিস ছাড়াও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, প্রগতি সঙ্ঘের সম্পাদক জয়দীপ দাসের দাবি, ‘আমাদের জায়গায় ওরা জোর করে বাঁশের কাঠামো তৈরি করে। ওদের ক্লাবে গিয়ে এনিয়ে কথাও হয়েছিল। ওদের সেক্রেটারিও বলেছিলেন, বাঁশ খুলে দেওয়া হবে। কিন্তু ওদের মধ্যেই কেউ কেউ এখন ঝামেলা বাধাচ্ছে। ওখানে আমাদের ব্যানারই ছিল। সেটা সংহতির লোকজন ছিঁড়ে দিয়েছে। ওদের ব্যনার কে ছিঁড়েছে, বলতে পারব না।’
স্থানীয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি দাস বলেন, ‘দুই ক্লাবই আমাকে তাদের পুজো কমিটিতে পদে বসিয়েছে। আমি কারও বিরুদ্ধে নই। সংহতি মাঠ ৪০ লক্ষ টাকা খরচ করে আমি সাজিয়েছি। দু’টিই আমার ওয়ার্ডের ক্লাব। কথা বলে ঝামেলা মিটিয়ে ফেলা হবে।’ আজ, সোমবার রাতেই বিধায়ক ও কাউন্সিলারের উপস্থিতিতে দু’পক্ষের আলোচনায় সমাধানসূত্র মিলতে পারে বলে জানা গিয়েছে। নিজস্ব চিত্র