রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গ্রাহকের কোটি টাকার বন্ধকি গয়না উধাও, ধৃত প্রাক্তন ক্যাশিয়ার
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধক রাখা কোটি টাকার গয়না জালিয়াতি করে হাতানোর ঘটনায় এবার গ্রেপ্তার করা হল এক অবসরপ্রাপ্ত ক্যাশিয়ারকে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে লালবাজার মধ্য কলকাতা থেকে অর্ণব বিশ্বাস নামে ওই প্রাক্তন ব্যাংককর্মীকে পাকড়াও করেছে। খোঁজ চলছে সংশ্লিষ্ট ব্যাংকে ওই সময়ে কর্মরত আরও কয়েকজন পদাধিকারীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ এলাকার বাসিন্দা এক অধ্যাপক ভবানীপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ২০১৭-র আগস্ট মাসে ৯ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ নেন। এর জন্য সোনা এবং হিরে মিলিয়ে মোট ৫৭১.৭৫০ গ্রাম গয়না বন্ধক রাখেন তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে অধ্যাপক ওই ঋণ মিটিয়ে দেন। কিন্তু তারপর বিদেশে চলে যাওয়ায় ব্যাংক থেকে ওই গয়না তিনি তখনই ফেরত নিতে পারেননি। দেশে ফিরে গয়নাগুলি নিতে ২০২৪-এর মার্চ মাসে তিনি ব্যাংকে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ২০১৮ সালের জুলাইতে এই সোনা ও হিরের অলংকারগুলি তুলে নেওয়া হয়েছে! অধ্যাপক বুঝতে পারেন, তাঁর সই জাল করেই এই কাণ্ড কেউ করেছে। এরপর রিজার্ভ ব্যাংক এবং সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অভিযোগ জানান তিনি। অভিযোগকারীর দাবি, ব্যাংক কোনও ব্যবস্থা না-নেওয়ায় গত ডিসেম্বরে তিনি অভিযোগ করেন ভবানীপুর থানায়। পরে তদন্তভার নেয় লালবাজার। তারা ব্যাংক থেকে ওই গ্রাহকের সই সংগ্রহ করে। গয়না তোলার সময় যে সই রয়েছে তার নমুনা নেওয়া হয়। ফরেন্সিক রিপোর্টে বলা হয়, ওই গ্রাহকের সই জাল করেই ব্যাংক থেকে গয়নাগুলি তুলে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরপরই এক অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজারকে লালবাজার গ্রেপ্তার করেছে। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, ব্যাংকের চার কর্মী (বর্তমানে সকলেই অবসরপ্রাপ্ত) মিলেই এই অপরাধটি করেছিল। ওই গ্রাহকের সই নকল করেছে তারাই। ব্যাংকের তদানীন্তন ক্যাশিয়ার গয়না বের করে ভাগ বাটোয়ারা করার ব্যবস্থা করে। এরপর এই গয়না বেচে টাকা নিয়ে নেয় তারা। এরপরই অবসরপ্রাপ্ত ওই ক্যাশিয়ারকে গ্রেপ্তার করে লালবাজার।