• প্রয়াত ওয়েবকুপার নেত্রী কৃষ্ণকলি বসু
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের শিক্ষা প্রসারে অতি পরিচিত মুখ কৃষ্ণকলি বসু। কিডনির অসুখে ভুগছিলেন। তিনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক ছিলেন। এছাড়া তৃণমূলের ওয়েস্ট বেঙ্গল কলেজ বিশ্ববিদ্যালয় প্রফেসার্স অ্যাসোসিয়েশন বা ওয়েবকুপার সাধারণ সম্পাদক ছিলেন কৃষ্ণকলি বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোক বার্তায় জানিয়েছেন, দীর্ঘদিনের সহকর্মী এবং ওয়েবকুপার সাধারণ সম্পাদক কৃষ্ণলি বসুর অকাল প্রয়াণে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।
  • Link to this news (বর্তমান)