• ফুঁসছে যমুনা, তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলল জলস্তর
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • অবিরাম বৃষ্টির জেরে কয়েক দিন ধরেই ফুঁসছে যমুনা নদী। এ বার যমুনার জল ছুঁয়ে ফেলল তাজমহলের সীমানা প্রাচীর। আগ্রায় যমুনার জলস্তর বৃদ্ধির জন্য ইতিমধ্যেই নদীর তীরবর্তী অঞ্চলের কিছু বাসিন্দার বাড়িও ভেসে গিয়েছে। যদিও জলস্তর বাড়লেও তাজমহলের মূল অংশের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

    মঙ্গলবার সকালেই বিপদসীমা (২০৫.৩৩ মিটার) ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। যমুনা বাজার এবং লোকালয়ে ঢুকে পড়ে জল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ৮,০১৮ জনকে নিরাপদ আশ্রয় শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।

    ২০২৩ সালে প্রায় ৪৫ বছর পর যমুনা নদীর জল আগ্রার তাজমহল কমপ্লেক্সের বাইরের দেওয়ালের কাছে পৌঁছে যায়। তাজমহলের পিছনের অংশের বাগান প্লাবিত হয়ে যায়। শেষবার ১৯৭৮ সালে বন্যায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

  • Link to this news (এই সময়)