• Breaking News LIVE: নরেন্দ্রপুরে এক রাতে দুই বাড়িতে চুরি, খোয়া গেল নগদ ও সোনার গয়না
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়া পাম্প হাউস এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

    জম্মু-কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। গুলির লড়াইয়ে নিকেশ ১ জঙ্গি। আহত তিন জওয়ান।

    সপ্তাহের প্রথম দিন ফের ব্যাহত ব্লু লাইনের মেট্রো পরিষেবা। গড়িয়া মেট্রো স্টেশনে রেক খারাপ হওয়ার কারণে টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম স্টেশনের মধ্যে বন্ধ পরিষেবা। বাকি অংশে স্বাভাবিক পরিষেবা।

    নাশকতার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সন্দেহে ৫ রাজ্য-সহ জম্মু ও কাশ্মীরে অভিযানে নেমেছে NIA। মোট ২২ জায়গায় চলছে তল্লাশি অভিযান।

    ভারী বৃষ্টির জেরে বারডাং, সিংতাম-রংপোতে ভয়াবহ ধস। এর জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক। যান চলাচল ব্যাহত।

    মেদিনীপুর শহরের কাছেই আবাস সংলগ্ন যমুনাবালী এলাকায়, বালি ব্যবসায়ী ও ঠিকাদার সৌরভ কুমার রায়ের বাড়িতেও চলছে ইডি-র তল্লাশি অভিযান।

    কলকাতার জেমস লং সরণিতেও চলছে ইডির অভিযান। বেআইনি বালি পাচারের টাকা একাধিক সেল বা ভুয়ো সংস্থার মাধ্যমে সরানো হয়েছে। এমনকী হাওয়ালার মাধ‍্যমেও লেনদেন চলেছে বলে অভিযোগ।

    ঝাড়গ্রামে বালি ব্যবসায়ীদের পাশাপাশি বালি খাদান থেকে যে সব ট্রাকে বালি নিয়ে আসা হয়, সেই ট্রাক চালকদের বাড়িতেও হানা দিয়েছে ইডি। এর আগে নয়াগ্রাম থানার হাতে অমরজিৎ বেরা এবং দুখিরাম বাগ নামে দু’জন ট্রাক চালক অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার হন।

    গভীর রাতে বি টি রোড-এর ওপরে চলল গুলি। ব্যারাকপুর বিএন বসু হসপিটাল-এর সামনে তিন যুবক শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ তাদেরকে তাড়া করে এবং টাটা গেটের সামনে তাদের ধরে ফেলে।

    বালি পাচার মামলায় একযোগে ২২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কলকাতার রিজেন্ট পার্ক ছাড়াও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ , ২ ব্লকের বালি ব্যবসায়ীদের বাড়িতে ED-এর হানা।

    পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা মর্ত্যলোকে ফিরে আসেন, এই বিশ্বাস থেকেই ভাদ্র মাসের প্রতিপদ তিথি থেকেই পিতৃতর্পণ শুরু হলো বাঁকুড়াতেও। সোমবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে পিতৃ তর্পণে অংশ নিলেন অসংখ্য মানুষ।

    সোমবার ভোর থেকেই হরিদ্বার থেকে বারাণসী, গঙ্গার ঘাটে প্রচুর মানুষের ঢল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর গঙ্গা স্নানের জন্য গঙ্গার পারে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ।

  • Link to this news (এই সময়)