• হাসপাতালের সামনে পর পর চলল গুলি, রাতে ভয়াবহ ঘটনা বিটি রোডে, গ্রেপ্তার ৩
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • গভীর রাতে বিটি রোডের উপরে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের সামনে পর পর চলল গুলি। জানা গিয়েছে, রবিবার রাতে তিন জন যুবক শূন্যে তিন রাউন্ড গুলি চালায়। গুলির আওয়াজ শুনে হকচকিয়ে যান হাসপাতালের রোগীরা। বিষয়টি নজরে আসে হাসপাতালের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে তিন যুবক। তাদের ধাওয়া করে টাটা গেটের সামনে থেকে পাকড়াও করে পুলিশ।

    প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই তিন যুবক খড়দহের বাসিন্দা। তাদের নাম আরমান আনসারি, শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তিওয়ারি। তাদের গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। তাদের থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। কেন হাসপাতালের সামনে গুলি চালাতে গেল তারা? তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)