• আজ শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব
    দৈনিক স্টেটসম্যান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা হবে ২০২৬-এর মার্চে। দু’টি পরীক্ষার ভিত্তিতেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে সংসদ। আজ থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। এর মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ। সকাল ১০টা থেকে ১১টা ১৫মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। সংগীত, দৃশ্যকলা ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে ১০টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল ন’টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

    এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২১০৬। তার মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১২২টি। সব থেকে বেশি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে মালদহ জেলায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসিটিভি। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা কেন্দ্রের মূল গেটে পড়ুয়াদের চেক করা হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল করা হবে পরীক্ষা। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি হিন্দি ও অলচিক, এই চারটি ভাষায় প্রশ্নপত্র হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)