কাশ্মীরে বড় অভিযান সেনার, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, আহত ৩ জওয়ান
প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। সোমবার সকালে কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানে খতম করা হয়েছে এক জঙ্গিকে। অভিযান চলাকালীন এক সেনা আধিকারিক-সহ জখম হয়েছেন তিন জওয়ান। ওই অঞ্চলে আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদের ঘিরে ফেলেছে সেনা। চলছে গুলির লড়াই।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]