• খালে ভেঙে পড়ল নির্মীয়মাণ ভবন
    আনন্দবাজার | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ ভবন। রবিবার সকালে ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহ পঞ্চায়েতের নোনাকুণ্ড গ্রামের ঘটনা। তবে, দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে। তৃণমূলের মদতেই ওই বেআইনি নির্মাণ হচ্ছিল বলে বিজেপির অভিযোগ। তৃণমূল অভিযোগ মানেনি।

    বিজেপির জগৎবল্লভপুর বিধানসভার আহ্বায়ক স্বপন বৈদ্যের অভিযোগ, বেআইনি ভাবে সেচ দফতরের জায়গা দখল করে ওই বাণিজ্যিক ভবনটি তৈরি হচ্ছিল রাজাপুর খালের পারে। দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক অনুপম ঘোষের দাবি, ‘‘তৃণমূলে মদতেই এই কাজ হচ্ছিল। দোকানঘর তৈরি করে তা বিক্রি করছেন এলাকার তৃণমূল নেতারা।’’ জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষের পাল্টা দাবি, ‘‘এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। বাড়িটি বেআইনি হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’

    জেলা সেচ দফতরের এক পদস্থ আধিকারিকও জানান, ওই জায়গায় নির্মাণের জন্যে কেউ সেচ দফতরের অনুমতি নেয়নি। ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘জানি না, ওই নির্মাণ কাদের। তবে পঞ্চায়েত সমিতির তরফে শীঘ্রই খাল সাফাই করে দেওয়া হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)