প্রথম থেকেই যোগ্যদের দ্বিতীয় বার এসএসসি-র পরীক্ষায় বসে নিজেদের প্রমাণ করার ঘোর বিরোধী ছিলেন তিনি। একই সঙ্গে পরীক্ষায় বসতে হলেও দাগিদের সঙ্গে কোনও ভাবেই নয় বলে দাবি করে আসছিলেন হুগলির কানাগর আশ্রম মাঠের চাকরিহারা 'যোগ্য' শিক্ষক সুমন বিশ্বাস। রাজ্য সরকার ও এসএসসি-র বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দ্বিতীয় বার নিজেকে প্রমাণ করতে রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসলেন সুমন। পরীক্ষা শেষে জানিয়ে দিলেন, এসএসসি-র বিরুদ্ধে আান্দোলন চলবে।
রবিবার চুঁচুড়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন সুমন। সেখানে ঢোকার মুখে অনেক পরীক্ষার্থী তাঁকে শুভেচ্ছা জানান। পরীক্ষা দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘দ্বিতীয় বার পরীক্ষায় বসা যোগ্যদের কাছে অগ্নিপরীক্ষার সমান। তার ফলাফল যা-ই হোক না কেন, আন্দোলন চলবেই।’’ তিনি জানান, ১৪ সেপ্টেম্বরের (ওই দিন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা) পরে এসএসসি-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। সুমনের ভাই সঞ্জয় ও স্ত্রী নীলিমা গায়েন বিশ্বাসও এ দিন অন্য দু’টি কেন্দ্রে পরীক্ষা দেন।