• ভিন্ রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বায়না কম ঢাকিদের
    আনন্দবাজার | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোয় মহিলা ঢাকিদের কদর রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে ভিন্ রাজ্যের পুজোয়। বছরের এই সময়ে তাঁদের ভাল উপার্জন করেন।তবে অন্য বারের তুলনায় এ বছর বায়না কম হওয়ায় চিন্তিত মহিলা ঢাকিরা।

    ভিন‌্ রাজ্য থেকে বরাত এলে উপার্জন বাড়ে। তাই প্রতি বছর দিল্লি, মুম্বই, অসম, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে বরাত এলে খুশি হন ঢাকিরা। অন্য বছর জন্মাষ্টমীর আগেই ঢাকিদের বুকিং শেষ হয়ে যেত। এ বার এখনও সকলে বায়না পাননি।

    মছলন্দপুরের সাদপুর এলাকায় শিবপদ দাসের ‘মোহিনী কাহারবা ঢাকি সমিতি’ নামে একটি সংগঠন রয়েছে। এখানে অর্ধেকেরই বেশি মহিলা ঢাকি। শিবু জানান, অগস্টের শুরুতে মুম্বই থেকে আগাম অর্থ দিয়ে বুকিং করা হয়েছিল ১০ জন মহিলা-পুরুষ ঢাকির। সমস্ত তৈরি করে রেখেছিলেন তাঁরা। হঠাৎ দিন পনেরো বাদে বলা হয়, ভারী বর্ষণের কারণে পুজোর কাটছাঁট হচ্ছে। বাতিল হয়েছে ঢাকের বায়না। ফলে মুম্বইয়ে যাওয়া হল না রুমা, শম্পা, সুব্রতের মতো ঢাকিদের।

    অসম থেকেও তাঁদের সঙ্গে আগাম বুকিংয়ের যোগাযোগ করে পরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করে দেওয়া হয় বলে জানালেন ঢাকিরা। এরই মধ্যে একটি দল দিল্লিতে বায়না দিয়ে রেখেছেন, তবে সেখানে মাত্র চার জন ঢাকিকে তাঁরা নিতে পারবেন বলে জানালেন রুম দালাল বিশ্বাস। ফলে কলকাতা ও তার আশেপাশের বড় পুজো উদ্যোক্তাদের বায়নার আশায় বসে রয়েছেন অনেক ঢাকি।

    সদ্য কলেজ শেষ করা মৌ মালি ঢাক বাজিয়ে উপার্জন করেন। চাকরিরও চেষ্টা করছেন। দ্বাদশ শ্রেণির পড়ুয়া পূজা দাস জানায়, ঢাক বাজিয়ে যা উপার্জন হয়, তা দিয়ে পড়ার খরচ, বইপত্র হয়ে যায়। কিছু টাকা বাবা-মায়ের হাতেও তুলে দিতে পারে। তবে এ বার এখনো পুজোয় তাদের বায়না না হওয়ায় চিন্তিত সকলে। শিবপদের মতে, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এ বার বায়না অনেকটা কম।
  • Link to this news (আনন্দবাজার)