• পানিহাটিতে কিশোরীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’য় অভিযুক্তেরা অধরাই
    আনন্দবাজার | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • পানিহাটির কিশোরীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত যুবকের এখনও খোঁজ মেলেনি। পলাতক তাঁর বাবা-মাও। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক ও তাঁর দিদির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।

    শনিবার রাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয়েরা। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের দিদিকে গ্রেফতার করে। ১৬ বছরের ওই কিশোরীর পরিবারের অভিযোগ ছিল, দীর্ঘ দিন ধরেই স্থানীয় ওই যুবক উত্ত্যক্ত করছিল দশম শ্রেণির পড়ুয়া কিশোরীকে। কিন্তু তাতে আপত্তি জানিয়েছিল ওই পড়ুয়া। শুক্রবার ওই যুবক তাঁর দিদিকে নিয়ে ওই কিশোরীরবাড়িতে যায়। সেই সময়ে কিশোরীর বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, কিশোরীকে একা পেয়ে তাকে মারধর করে যুবক ও তাঁর দিদি। তাঁরা চলে আসার পরে আত্মহত্যা করে ওই পড়ুয়া।

    শনিবার ময়না তদন্তের পরে দেহ বাড়িতে এলে স্থানীয় বাসিন্দারা পুরো বিষয়টি জেনে ইন্দিরানগরে যুবকের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। দাবি তোলেন, অভিযুক্তদেরগ্রেফতার করতে হবে। কিন্তু বেগতিক বুঝে যুবক ও তাঁর বাবা-মা চম্পট দিলেও, দিদি পালাতে পারেননি। পুলিশ জানায়, কিশোরীর পরিবার খড়দহ থানায় ওই যুবক ও তাঁর দিদির বিরুদ্ধে মারধর ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করে। তার পরেই পুলিশ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় কিশোরীর সঙ্গে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মারধর করা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত যুবক ও তাঁর বাবা-মা সম্ভাব্য যে সব স্থানে যেতে পারেন, সেই সব জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)