• যৌন হেনস্থায় মীমাংসায় না, খুনের হুমকি তৃণমূল নেতার
    আনন্দবাজার | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • ছ’বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল পড়শি চার নাবালকের বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতার মাকে থানায় যেতে না দিয়ে, বিষয়টি আপসে মীমাংসার প্রস্তাব দেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধান। মহিলা তা মানতে না চাওয়ায়, তাঁদের পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই প্রধানের বিরুদ্ধে।

    মুর্শিদাবাদ জেলার একটি এলাকার এই ঘটনায় নির্যাতিতার মা আতঙ্কে তিন সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান। সেখান থেকেই তিনি মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পরে, রবিবার আবার স্থানীয় থানায় মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানায়, অভিযুক্ত চার নাবালককে আটক করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘অভিযুক্ত চার নাবালককে কাল (সোমবার) আদালতে তোলা হবে।’’

    ওই তৃণমূল নেতার বিরুদ্ধেও তাঁকে সপরিবার পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ পুলিশকে জানিয়েছেন নির্যাতিতার মা। অভিযুক্ত নেতা যদিও তা অস্বীকার করেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘অত্যন্ত খারাপ ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যারা বাধা দিচ্ছে, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা উচিত।’’

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন। সন্তানদের একাই দেখভাল করেন তিনি। মহিলার অভিযোগ, গত বৃহস্পতিবার তাঁর মেয়েকে যৌন হেনস্থা করে এলাকার চার নাবালক। মেয়ের কাছে তা জেনে, পর দিন তিনি থানায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সে খবর পেয়েই এলাকার ‘দাপুটে’ নেতা ওই প্রধান তাঁকে ফোন করে থানায় যেতে বারণ করেন। মহিলার দাবি, ‘‘আমার বাড়ির কাছেই প্রধান থাকেন। অভিযুক্তদের পরিবারের লোকজন তাঁর অনুগামী। সে জন্যই প্রধান আপসে মিটিয়ে নেওয়ার জন্য আমাকে বার বার চাপ দিচ্ছিলেন। কিন্তু আমি তা মানতে চাইনি। এর পরেই তিনি বাড়িতে আগুন ধরিয়ে আমাদের সকলকে পুড়িয়ে মারার হুমকি দেন।’’

    ওই প্রধানের পাল্টা দাবি, ‘‘চক্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’ এ দিন জেলা বিজেপির এক প্রতিনিধি দল থানায় গিয়ে ঘটনাটি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে। বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডলের বক্তব্য, ‘‘আমরা নির্যাতিতার পরিবারকে আইনি-সহ সব ধরনের সাহায্য করব।’’ ওই প্রধানের বিরুদ্ধে আগেও একাধিক বার দাদাগিরি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। বছরখানেক আগে তাঁর একটি হুমকি দেওয়ার অডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের প্রতিক্রিয়া, ‘‘দলের কেউ যদি এমন কাজ করে থাকেন, তাঁর বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অভিযোগ খতিয়ে দেখে দলও কড়া পদক্ষেপ করবে।’’ পুলিশ জানায়, নেতার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)