স্নাতক হওয়ার পরে বিএড করেছিলাম। স্কুলে পড়ানোর ইচ্ছে ছিল। কিন্তু রাজ্যে কোনও কাজ পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত, দেড় বছর আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বিভীষণপুরের বাড়ি থেকে যেতে হয়েছিল মহারাষ্ট্রে। মুম্বইয়ে একটি রেস্তরাঁয় কাজ করছিলাম। তবে ছোটবেলা থেকে স্বপ্ন শিক্ষক হওয়া। তাই কাজের ফাঁকে ফাঁকে যতটা পেরেছি পড়াশোনা চালিয়ে গিয়েছি। যখন শুনলাম, অবশেষে এসএসসি পরীক্ষা নেবে, দেরি না করে আবেদন করেছিলাম। কয়েক দিন আগে পরীক্ষা দিতে মুম্বইয়ে কাজ ছেড়ে চলে এসেছি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যে সব পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হয়ে ভিন্ রাজ্য থেকে ফিরবেন, এখানে তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে (এক বছরের জন্য) ভাতা দেওয়া হবে। কিন্তু আজকাল যা জিনিসপত্রের দাম, তাতে ওই টাকায় কী হয়? আমি মুম্বইয়ে ২০ হাজার টাকা বেতন পেতাম। এখানে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে গিয়ে ৫ হাজার টাকা ভাতার জন্য আবেদন করার সময় বা ইচ্ছে, কোনওটাই আমার ছিল না।
আমি ভাতা বা অনুদান নয়, সম্মানের সঙ্গে কাজ করে বাঁচতে চাই। তাই এসএসসি পরীক্ষা দিয়েছি। প্রথম বার এসএসসিতে বসেছি। পরীক্ষা ভাল হয়েছে। লিখিত পরীক্ষায় পাশ করার ব্যাপারে আশাবাদী। ভিন্ রাজ্যে আপাতত কাজে যাব না। এত লড়াইয়ের পরে একটা কথাই ভাবছি, পাঁচ হাজার টাকা ভাতা নয়, বরং যোগ্যতার নিরিখে একটা সরকারি চাকরি চাই।