• ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা! কড়া নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার
    আনন্দবাজার | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজ সোমবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। প্রশ্নপত্রের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষা হলে কোন‌ও রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা।

    সকাল ১০ থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা হবে সকাল ১০ থেকে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত।

    পরিসংখ্যান বলছে, প্রথম সেমেস্টারে ছাত্রদের তুলনায় মোট ৭৯,৫৮২ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছে। ২৩ টি জেলার ক্ষেত্রেই ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষাকেন্দ্র ৮১৮ টি। উচ্চ মাধ্যমিকে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৩৪২। তার মধ্যে ২১২ জন পরীক্ষার্থী রাইটার নিয়ে পরীক্ষা দেবে। অতিরিক্ত সময় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ১২২ জন। ইন্টারপ্রিটার নিয়ে পরীক্ষায় বসতে চলেছে ৪ জন পরীক্ষার্থী।

    সারা রাজ্যে মোট ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে মালদহে। গত বছর স্পর্শকাতর পরীক্ষারকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৬। নিরাপত্তার জন্য প্রত্যেক কেন্দ্রে ভেন্যু সুপারভাইজারের ঘর এবং মূল প্রবেশ দ্বারে থাকছে সিসি ক্যামেরা। কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা না মানলে অভিযুক্ত পরীক্ষার্থীর এনরোলমেন্ট বাতিল করা হবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে দেহতল্লাশির ব্যবস্থা থাকবে।

    এই প্রথম সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। বৃষ্টির আশঙ্কা থাকছেই। শুধু পরীক্ষার্থীদের সুরক্ষাই নয়, সংসদকে ভাবতে হচ্ছে খাতা এবং প্রশ্নপত্র নিয়েও। সংসদ আগেই জানিয়েছিল প্রশ্নপত্রের প্যাকেট ‘নন ট্রান্সপারেন্ট প্রিন্টেড পলি পাউচে’ সিল করা থাকবে। পরীক্ষার্থীদের সামনে সকাল ৯টা ৫৫ মিনিটে তা খোলা হবে। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও ওএম‌আর বিতরণ করা হবে।

    এ বছর প্রশ্নপত্রের দু’টি সেট থাকছে। সেটা ওয়ান ও সেট টু। বিশেষ প্রয়োজনে সংসদ সভাপতি নির্দেশক্রমে প্রথম সেট-এর প্রশ্নপত্রের পরিবর্তে দ্বিতীয় সেট-এর প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হতে পারে। অন্যথায় দ্বিতীয় সেট-এর প্রশ্নপত্র প্যাকেটের সিল ভাঙা হবে না।
  • Link to this news (আনন্দবাজার)