• পুজো-সফর সরকারি বাস, লঞ্চে
    আনন্দবাজার | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • প্রতি বছরের মতো এ বারেও দুর্গাপুজোর দিনগুলিতে সরকারি বাস ও লঞ্চে প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ নিগম। নিগম সূত্রের খবর, সপ্তমী, অষ্টমী এবং নবমীর সকালে এসপ্লানেড ট্রাম টার্মিনাস থেকে ভলভো বাসে উত্তর কলকাতা এবং বেহালার বেশ কিছু বনেদি বাড়ির পুজো ঘুরে দেখবেন দর্শনার্থীরা। ওই তিন দিন বারাসত কলোনি মোড় থেকেও বাতানুকূল ভলভো বাসে ঘুরিয়ে দেখানো হবে কলকাতার বনেদি বাড়ির পুজো।

    মিলেনিয়াম পার্ক জেটি থেকে লঞ্চে উত্তর কলকাতার একাধিক পুজো ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ষষ্ঠী, সপ্তমী এবং নবমীতে হাওড়া সি টি সি বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, ব্যারাকপুর এবং ডানলপ মোড় থেকে নন-এসি বাসে শহরের একাধিক পুজো মণ্ডপ দেখানোর ব্যবস্থা থাকছে। বসিরহাট সংলগ্ন ধান্যকুড়িয়া এবং আড়বালিয়ার গ্রামীণ পুজো দেখানোর ব্যবস্থাও রাখছে পরিবহণ নিগম। অষ্টমীর ভোরে এসপ্লানেড এবং বারাসত থেকে বাসে জয়রামবাটী এবং কামারপুকুর যাওয়ার ব্যবস্থা থাকছে।

    নিগমের ওয়েবসাইট ছাড়াও এসপ্লানেড, যাদবপুর ৮বি, গড়িয়া ৬ নম্বর, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, হাবড়া, শ্যামবাজার-সহ বিভিন্ন বাস ডিপোর কাউন্টারে এবং আর এন মুখার্জি রোডে পরিবহণ ভবন থেকে এর টিকিট মিলবে।
  • Link to this news (আনন্দবাজার)