• শৈশবেই বাবাকে হারানো সৌরভের উত্থান ঠিকাদারিতে, খাদান লিজে নিয়ে ব্যবসা শুরু করতেই ইডির নজরে ব্যবসায়ী?
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • মেদিনীপুরের প্রসিদ্ধ ব্যবসায়ী সৌরভ রায়, অল্প বয়সে বাবাকে হারালেও ঠিকাদারির ব্যবসাকে সম্বল করেই জীবনে আসে সুদিন। সোমবার সকালে মেদিনীপুরের বালি ব্যবসায়ী ও একাধিক বিলাসবহুল বাড়ির মালিক সৌরভ রায়ের বাড়িতে হানা দেয় ইডি অফিসারদের বিশেষ দল।

    কয়লা, গোরু পাচারের পর এ বার ইডির নজরে বেআইনি বালি খাদান ও বালি পাচার। বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে এ দিন সকাল থেকে এক যোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সেই সূত্রেই মেদিনীপুরের এই ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা বলে দাবি।

    স্থানীয় সূত্রে খবর, বাবার মৃত্যুর পর মা বিজলিপ্রভা রায়-ই একা হাতে মানুষ করেছেন সৌরভকে। জীবনে নিজের পায়ে দাঁড়ানোর উপায় অল্প বয়সেই খুঁজে নিয়েছিলেন মেদিনীপুরের বনেদি বাড়ির এই ছেলে। প্রথমে ঠিকাদারি ব্যবসা দিয়ে শুরু তাঁর সোনালি উত্থান। তবে নজরকাড়া উন্নতি চোখে পড়ে বালির ব্যবসা শুরু করার পর। গত ২-৩ বছর ধরে তিনি বৈধ খাদান লিজে নিয়ে বালি ব্যবসা শুরু করেছেন বলে খবর। মেদিনীপুর, লালগড়-সহ বিভিন্ন জায়গায় তাঁর একাধিক বিলাসবহুল বাড়ির কথা তো সর্বজনবিদিত। এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় বালি ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি। শাসকদলের সঙ্গেও তাঁর বেশ ঘনিষ্ঠতা রয়েছে বলে দাবি স্থানীয়দের। শুধু বিপুল সম্পত্তির মালিক হিসেবে নয়, সমাজসেবা ও দানধ্যানেও নাম রয়েছে সৌরভের।

    জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ তিনটি গাড়িতে চেপে মেদিনীপুর শহরের অদূরে যমুনাবালী এলাকায় বালি ব্যবসায়ী সৌরভের বাড়িতে পৌঁছন ইডি-র অফিসাররা। বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। টানা প্রায় দু’ঘণ্টা ধরে চলছে তল্লাশি অভিযান। যদিও, জানা গিয়েছে সৌরভ রায় বর্তমানে বাড়িতে নেই। তবে তাঁর মা, স্ত্রী, ছেলে-বৌমারা বাড়িতে আছেন। বালি পাচার মামলায় এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর। খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর সমস্ত নথিপত্র।

    গত কয়েকদিন ধরে ব্যবসার কাজে তিনি কলকাতায় আছেন বলে সূত্রের খবর। বৈধ বালি ব্যবসার আড়ালে সৌরভ অবৈধ ভাবে কোনও ব্যবসা চালাতেন কি না, মূলত সেটাই এ দিন খতিয়ে দেখছে ইডি-র তদন্তকারী দল। তল্লাশি ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, সোমবার বালি পাচার সংক্রান্ত মামলায় একযোগে রাজ্যের ২২ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যে একাধিক বালি ব্যবসায়ী, বালির খাদানের ট্রাক চালক-সহ বিমা সংস্থার কর্মীর বাড়িও রয়েছে।

  • Link to this news (এই সময়)