• "জুতো পেটা করব তোমায়"! মাঝরাস্তায় মহিলা যাত্রীকে কী এমন করল উবার চালক যে গর্জে উঠলেন মহিলা? ভাইরাল ভিডিও ...
    আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অনলাইন দুনিয়ায় আবারও ভাইরাল হলো উবার যাত্রা ঘিরে এক বিতর্কিত ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা যাত্রী তীব্র ক্ষোভে উবার চালকের সঙ্গে ঝগড়া করছেন এবং তাঁকে নানা রকম হুমকি দিচ্ছেন। ঘটনাটি শুরু হয় যখন যাত্রাপথেই চালকের গাড়ি হঠাৎ বিগড়ে যায় এবং তিনি যাত্রীকে নামিয়ে দিয়ে যাত্রা বাতিল করতে বাধ্য হন। এই ঘটনাই পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    ভিডিওটি হঠাৎই শুরু হয়। দেখা যায়, পেছনের সিটে বসে থাকা মহিলা যাত্রী চালকের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন। যাত্রাপথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় চালক যাত্রা বাতিল করেন। যাত্রী অভিযোগ তোলেন, এটি চালকের একটি "স্ক্যাম" এবং তিনি ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে পুরো ভাড়া প্রদান করেছেন বলে দাবি করেন। যাত্রী জোর দিয়ে বলেন, যেহেতু টাকা কাটা হয়েছে তাই ফেরত চাই।

    চালক স্পষ্ট জানান, টাকা সরাসরি তাঁর কাছে পৌঁছায় না, বরং উবারের মাধ্যমেই তা যায়। যাত্রী চাইলে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে তিনি রিফান্ড পেয়ে যাবেন। কিন্তু এই যুক্তিতে রাজি না হয়ে মহিলা চালককে ক্রমাগত গালিগালাজ করতে থাকেন। চালক পাল্টা বলেন, তিনি যাত্রীর এই দুর্ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ করবেন। তখনই মহিলার উত্তর ছিল, “Mera mu main jo marzi bolu” (আমার মুখে আমি যা ইচ্ছা বলব)।

    চালক যখন যাত্রীকে গাড়ি থেকে নামতে বলেন, তখন মহিলা দৃপ্ত কণ্ঠে বলেন, “Nahi utrungi, utaar, aukat hain toh utaar ke dikha de” (আমি নামব না, যদি ক্ষমতা থাকে তো নামিয়ে দেখাও)। এরপর আরও এক ধাপ এগিয়ে মহিলা বলেন, “Mu pe bol rahi hoon, chappal uthaungi aur mu pe marungi, aur pitwaungi puri janta se” (সামনাসামনি বলছি, চপ্পল তুলে মুখে মারব এবং পুরো ভিড় দিয়ে পেটাবো, যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করো)।

    এই ভিডিওটি সাংবাদিক দীপিকা ভরদ্বাজ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শেয়ার করেন। ভিডিওর টেক্সটে মহিলার দুর্ব্যবহারকে তুলে ধরা হয় এবং জানানো হয়, শান্ত মস্তিষ্কে পরিস্থিতি সামলানো গেলে এমন অশান্তি এড়ানো যেত। ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অধিকাংশই মহিলার ভাষা ও আচরণের তীব্র নিন্দা করছেন। অনেকে মন্তব্য করছেন, এই ধরনের ঘটনাই দেখায় যে চালকেরা প্রায়ই অযথা হেনস্থার শিকার হন।

    ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, যাত্রী-চালকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে। যাত্রী বা চালক—যে কারও গাড়ি নষ্ট হয়ে যাওয়া বা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই ধরনের হুমকি ও দুর্ব্যবহার সমাজে অস্বস্তি তৈরি করছে। এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ঘুরপাক খাচ্ছে—এই ঘটনার পর অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি বিষয়টি এখানেই থেমে যাবে।
  • Link to this news (আজকাল)