• আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস! কী আপডেট হাওয়া অফিসের?
    আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ (৮ আগস্ট, ২০২৫) থেকে শুরু হওয়া সপ্তাহেই বঙ্গ জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাত ভারী বৃষ্টিপাত হবে না। তবে, পুজোর মুখে বৃষ্টিপাত ও তাপমাত্রা, দু'টিই বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে।

    আজকের আবহাওয়ার আপডেট:

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর-আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তাহের প্রথম দিন সোমবার (৮ আগস্ট, ২০২৫) এবং আগামিকাল মঙ্গলবারে (9 আগস্ট, ২০২৫) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে সর্বত্র। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    বুধবার (১০ আগস্ট, ২০২৫) থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণের কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর-দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি কিছুটা আলাদা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গের দুই জেলা অর্থাৎ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কম-বেশি বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    কলকাতার ওয়েদার আপডেট-সোমবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে তিলোত্তমায়। আজ কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

    পুজোর মুখে বৃষ্টি!মৌসুমী অক্ষরেখা এখন ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বাংলায় প্রবেশ করলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর প্রভাবে পুজোর মুখে বৃষ্টিপাত ও তাপমাত্রা, দু'টিই বাড়তে পারে।
  • Link to this news (আজকাল)