• সপ্তাহ শুরুর সকালেই মেট্রো বিভ্রাট! চালু আংশিক পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা...
    আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মেট্রোয় ফের বিপত্তি, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই! নাভিশ্বাস অবস্তা যাত্রীদের।

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়ার সময়ে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের পর থেকে আর চলাচল করছে না মেট্রো। বাধ্য হয়েই যাত্রীদের টালিগঞ্জেই নামতে হচ্ছে। মেট্রো সূত্রে খবর, কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেকে সমস্যা দেখা যায় সকাল ৮.২০ মিনিট নাগাদ। তার জেরেই মেট্রো পরিষেবায় চরম বিভ্রাট। 

    পরিষেবা না পেয়ে স্বাভাবিকভাবেই প্রবল ক্ষুব্ধ যাত্রীরা।

    সোমবার সকাল তখন ৮.২০ মিনিট। সেই সময়ই কবি নজরুল স্টেশনে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো রেক দাঁড়িয়ে পড়ে। মেট্রো রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির জেরে রেকটি দাঁড়িয়ে পড়ে। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির ফলে কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। এভাবে প্রায় ঘণ্টাখানেক কেটে যায়। মেট্রোর তরফে খবর, সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ ওই রেকটিকে কারশেডে পাঠানো সম্ভব হয়। সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ফের মেট্রো পরিষেবা শুরু হয়। 

    অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে যে পরিমাণ ভিড় জমে যায় স্টেশনগুলিতে। ফলে পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় যে লাগে যায়।

    গত মাসেই হাওড়া থেকে সেক্টর ফাইভ -সহ নতুন তিন রুটের মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারপর থেকে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) মেট্রো পরিষেবা নিয়ে নানা অভিযোগ উঠে আসছে। প্রায় রোজই ট্রেন দেরিতে আসে। তার উপর আবার মেট্রোর দরজা সময়মতো বন্ধ না হওয়ার ফলে দীর্ঘক্ষণ একই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছে যাত্রীদের। 

    কবে সমস্যা মিটবে, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও নিশ্চিয়তা মেলেনি।  

    এদিকে একাধিক রুট চালুর ফলে কলকাতা ও আশপাশের অঞ্চলের গণপরিবহণে মুখ্য লাইফ-লাইন হয়েছে উঠেছে মেট্রো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যাত্রী সংখ্যার এই পছন্দ প্রতিফলিত হচ্ছে। আশা করা হচ্ছে যে ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রায় ৪৯ থেকে ৫০ লক্ষ যাত্রী মেট্রোতে ভ্রমণ করবেন।

    এর মধ্যে ১.০৯.২৫ তারিখে ৮.০৭ লক্ষেরও বেশি যাত্রী মেট্রোতে ভ্রমণ করেছেন। ০৪.০৯.২৫ তারিখে মেট্রো রেল ৭.৮৬ লক্ষেরও বেশি যাত্রী পরিবহণ করেছে। ০৬.০৯.২৫ তারিখে, ৭.১৩ লক্ষেরও বেশি সপ্তাহান্তের যাত্রী, মূলত পুজোর শপিংয়ের জন্য মেট্রোতে ভ্রমণ করেছেন। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে গড়ে প্রতিদিন ৭.৪৯ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন। গ্রিন লাইনেও ১ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর ২ লক্ষেরও বেশি যাত্রী পরিবহণ করেছিলেন। এর আগে, ২৫ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে গত সপ্তাহে মেট্রো রেলওয়ের সমস্ত করিডোরে মোট ৪৯.১৮ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন।
  • Link to this news (আজকাল)