• কুলগাঁওয়ে এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, জখম তিন জওয়ান
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • শ্রীনগর, ৮ সেপ্টেম্বর: জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। সোমবার সকালে কুলগাঁও জেলায় গুলির লড়াইয়ে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। অভিযান চলাকালীন সেনাবাহিনীর তিন সদস্যের শরীরেও গুলি এসে লাগে। তাঁদের মধ্যে একজন জুনিয়র অফিসার আছেন। তাঁর জখম গুরুতর বলে জানা গিয়েছে। আহত সেনা জওয়ানদের চিকিৎসা চলছে।

    জেলার জঙ্গলে ঘেরা এলাকায় সন্দেহজনক গতিবিধি নিয়ে গত কয়েকদিন থেকে খবর আসছিল নিরাপত্তা বাহিনীর কাছে। গুডার জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে, বিশেষ সূত্রে এই নিশ্চিত খবরের ভিত্তিতে আজ সকালে শুরু হয় তল্লাশি অভিযান। বিপদ বুঝে বাহিনীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। ফলে দু’তরফে লড়াই শুরু হয়।

    গত পাঁচ সপ্তাহের মধ্যে কুলগাঁও জেলায় সন্ত্রাসবাদীদের সাথে এটি দ্বিতীয় এনকাউন্টারের ঘটনা। গত মাসে টানা দশদিন গুলির লড়াইয়ের পরেও কার্যত হতাশ হতে হয়েছিল বাহিনীকে। শহিদ হন দুই জওয়ান এবং আরও ১০ জন জখম হন।
  • Link to this news (বর্তমান)