স্থানীয়দের কাঁধে চেপে বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে কংগ্রেস সাংসদ! ভাইরাল ভিডিও ঘিরে ছ্যা-ছ্যা রব, কী সাফাই হাত শিবিরের?
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জলের তলায় বিহারের কাটিহার ও সংলগ্ন এলাকা। দুর্ভোগে সেই অঞ্চলের বাসিন্দারা। বানভাসীদের শোচনীয় অবস্থা দেখতে রবিবার জলমগ্ন কাটিহারের এক গ্রামে যান স্থানীয় কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার। ট্রাক্টরে করে পৌঁছেছিলেন বর্ষীয়ান সাংসদ। তবে মাটি অত্যন্ত ররম থাকায় ট্রাক্টর আর বেশিদূর এগোতে পারেনি। ফলে জলমগ্ন এলাকায় মাধপথে বিপদে পড়েন সাংসদ।
তাহলে এলাকা পরিদর্শনের কী হবে? তারিক আনোয়ার অসুস্থ। ফলে জল ভেঙে তিনি যেতেও পারবেন না। ফলে স্থানীয়দের কাঁধে চড়েই কংগ্রেস সাংসদ এলাকা ঘুরে দেখেন। সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। সোশাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড়।
১ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিওতে ৭৪ বছর বয়সী সাংসদের স্থানীয়দের কাঁদে ওঠা ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, আনোয়ার প্রথমে দুর্গম, জলাবদ্ধ এলাকা দিয়ে ট্র্যাক্টরে ভ্রমণ করেছিলেন। আরেকটি ভিডিও ক্লিপেও একই চিত্র দেখা যাচ্ছে। তবে, যখন গাড়িটি আর বেশিদূর যেতে পারছিল না এবং হাঁটা জরুরি হয়ে পড়ে, তখন অসুস্থতার কারণে এমপিকে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে তুলে নিয়ে যেতে দেখা যায়। অস্বাভাবিক দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছিল এবং এরপর থেকে অনলাইনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
ভিডিওটি কংগদ্রেস সাংসদ তারিক আনোয়ারের নির্বাচনী এলাকা, বারারি এবং মণিহারি বিধানসভা কেন্দ্রে দু'দিনের সফরের সময় রেকর্ড করা হয়েছিল বলে জানা গিয়েছে। বন্য কবলিত বারারিতে পর্যালোচনা শেষ করার পর, কংগ্রেস সাংসদ পরিস্থিতি মূল্যায়নের জন্য মণিহারির ধুরিয়াহি পঞ্চায়েতের শিবনগর সোনাখালে যান।
অস্বস্তিতে পড়তেই মুখ খুলেছেন কাটিহার জেলা কংগ্রেস সভাপতি সুনীল যাদব। সাংসদের এমন আচরণের পক্ষে বিবৃতি প্রকাশ করেছেন তিনি। বিবৃতিতে উল্লেখ রয়েছে, আনোয়ার শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বন্যার্ত অঞ্চলে জলের মধ্য দিয়ে হাঁটতে পারছিলেন না, যার ফলে স্থানীয়রা উদ্বেগ ও স্নেহের বশে তাঁকে বহন করে নিয়ে যান। ভাইরাল ভিডিও রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে স্বীকার করে সুনীল যাদব বলেন, "এই কাজটি জনগণের তাঁদের প্রতিনিধির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিফলন।"
এই কাজটি রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। বিজেপি নেতা গুরু প্রকাশ পাসওয়ান 'ইন্ডিয়া টুডে'-কে বলেছেন, "আপনি কী করতে চাইছেন...আপনি একজন সাধারণ বিহারীর কাঁধে বসে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন? এর মাধ্যমে কংগ্রেস নেতৃত্বের অবস্থান ফের স্পষ্ট হয়েছে। কংগ্রেস হল সুবিধাভোগী রাজবংশের একটি সংগঠন...তিনি কী বোঝাতে চাইছেন? এটি আমাদের বোধগম্যতার বাইরে....ভিডিও প্রমাণ করে যে কংগ্রেস নেতৃত্ব এবং সমগ্র দল কীভাবে বিহারী অনুভূতিকে অপমান করার জন্য কোনও কসরত ছাড়েনি।"