'রাস্তায় এসব কী করছ?', প্রকাশ্যে ব্যক্তিগত কাজে বাধা দিতেই ট্রাম্পের দেশে গুলি করে খুন ভারতীয় যুবককে...
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় যুবক। কর্মসূত্রে থাকেন আমেরিকায়। মাঝরাস্তায় এক ব্যক্তিকে প্রস্রাব করতে দেখে স্রেফ নিষেধ করেছিলেন। ফলাফল যে এত মারাত্মক হতে পারে, কল্পনাতেও আসেনি। জানা গিয়েছে ওই যুবক রাস্তায় প্রস্রাব করা নিষেধ করতেই অভিযুক্ত সঙ্গে সঙ্গে বন্দুক বের করে গুলি করে খুন করেছেন যুবককে। ঘটনায় রীতিমতো তোলপাড়।
জানা গিয়েছে, ভারতীয় ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা ওই যুবকের বয়স ২৬। ক্যালিফোর্নিয়ার একটি দোকানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। জানা গিয়েছে, ঘটনার দিন তিনি আচমকাই দেখেন, এক ব্যক্তি তাঁদের দোকানের সামনের রাস্তায়, প্রকাশ্যে প্রস্রাব করছেন। তিনি বাধা দেন। নিষেধ করেন।
জানা যায়, প্রাথমিকভাবে পরিস্থিতি ঠিক থাকলেও, কিছুক্ষণেই শুরু হয় বাদ-বিবাদ। যে ব্যক্তিকে প্রস্রাবে নিষেধ করা হয়েছিল, তিনি গলার স্বর বাড়িয়ে তর্ক জুড়ে বসেন। তার কিছুক্ষণ পরেই ওই অভিযুক্ত ব্যক্তি আচমকা বন্দুক বের করে কপিলের দিকে তাক করে সোজা গুলি চালিয়ে দেন।
জানা গিয়েছে, বছর তিন আগে কপিল আমেরিকায় গিয়েছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসেছে কপিল প্রসঙ্গে একাধিক তথ্য। জানা গিয়েছে, তিন বছর আগে, ডাঙ্কি রুট ধরে পানামার জঙ্গল পেরিয়ে মেক্সিকো সীমান্ত প্রাচীর বেয়ে আমেরিকায় গিয়েছিলেন কপিল। যদিও তাঁকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, পরে আইনি প্রক্রিয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তখন থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাঁর অভিবাসনের জন্য পরিবারের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছিল বলেও তথ্য সূত্রের। গোটা ঘটনায় পাশে থেকেছে তাঁর পরিবার। কপিলের পরিবারে বাবা-মা-বোন রয়েছেন। বাবার জমি রয়েছে হরিয়ানায়। সেখানে তিনি চাষবাজের কাজ করেন।
সুরেশ কুমার গৌতম, স্থানীয় বাসিন্দা, ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, কপিলের মৃতদেহ তার গ্রামে ফিরিয়ে আনতে কেন্দ্র এবং হরিয়ানা সরকার সহায়তা চাইছেন তাঁরা। তাঁর পরিবার এই প্রসঙ্গে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বিদেশ বিভুঁইয়ে অদ্ভুত কাজ করে বসে আলোচনার কেন্দ্রে এসেছিলেন এক দম্পতি। যদিও তাঁদের বিষয়ে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যচা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভিডিওটিতে দেখা যায় এক দম্পতি রাস্তার পাশে জঙ্গলে আবর্জনা ফেলছেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। এই ভিডিওটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুমান করছেন যে ভিডিওতে যে দম্পতিকে দেখা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভূত।
এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত ছোট ভিডিওটিতে দেখা যাচ্ছে, দম্পতিটি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে একাধিক আবর্জনার প্লাস্টিক নামিয়ে আনছেন। সালোয়ার স্যুট পরা ওই মহিলাকে আবর্জনা ফেলার জন্য একটি জঙ্গলময় জায়গায় খুঁজে বার করলেন। তার সেখানে আবর্জনা ফেলতে শুরু করে দিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে কোনও ডাস্টবিন বা আবর্জনা ফেলার ব্যবস্থা নেই।
যদিও ঘটনাটি কানাডার ঠিক কোথায় এবং কোন সময়ে ঘটেছে তা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দম্পতির কর্মকাণ্ডের জন্য তাঁরা ক্ষিপ্ত। এমনকি যাঁরা কোনও পদক্ষেপ না নিয়ে শুধু ভিডিও রেকর্ড করেছেন তাঁদের প্রতিও ক্ষিপ্ত।