ঘোর দুর্যোগ বাংলায়! টানা অতি ভারী বৃষ্টিতে ফের ভাসবে একাধিক জেলা, আবহাওয়ার বিরাট আপডেট ...
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের ঘোর দুর্যোগ বাংলায়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস। যদিও নিম্নচাপের জেরে নয়। চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সন্ধের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই তুমুল বৃষ্টির সতর্কতা নেই। পাশাপাশি মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির দাপট বাড়বে।
আগামী বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামিকাল, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।
আগামী বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে। জারি রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী বর্ষা, ২০২৫ (০১ জুন থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই মরশুমের মোট বৃষ্টিপাত ১১৫৪.৪ মিমি। যা স্বাভাবিকের তুলনায় ০৩ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৫টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।