আজকাল ওয়েবডেস্ক: চা পাতার আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল জলপাইগুড়িতে। সোমবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিডিইউ ও কোতোয়ালি থানার যৌথ উদ্যোগে জাতীয় সড়কের পাহাড়পুরের বালাপাড়া এলাকায় নাকা চেকিং চালানো হয়। অভিযান চলাকালীন বিহারগামী একটি বারো চাকার ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই ট্রাকের ড্রাইভারের কেবিনের ছাদের ভেতরে লুকানো বিশেষ চেম্বার থেকে বাদামি প্লাস্টিকে মোড়ানো মোট ৩২টি সিল করা প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটের ভেতরে গাঁজা ছিল, যার মোট ওজন প্রায় ১৩০ কেজি। এছাড়াও ট্রাক থেকে আরও ৪৮৫টি চা–এর বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিটি বস্তার ওজন প্রায় ৩৫ কেজি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চা–পাতার বোঝাইয়ের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। ট্রাকটি গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশে রওনা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় ট্রাকচালক অমরজিৎ কুমার ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনেই বিহারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার পেছনে বড় কোনও পাচার চক্র সক্রিয় থাকতে পারে। এই চক্রকে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। পুজোর আগে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে প্রশাসনিক মহলেও। জানা গেছে, ওই ট্রাকে চালকের সহকারী হিসেবে এক নাবালকও ছিল। তাকে পাকড়াও করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত? অসমের কোথা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল? বিহারের কোথায় ওই মাদক পাচার হচ্ছিল? সেসব বিষয় চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন তদন্তকারীরা।