সংবাদদাতা, হলদিবাড়ি: ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু মায়ের। সোমবার দুপুর ১২টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাওলাগঞ্জ মোড় সংলগ্ন এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ বাজার থেকে দু'টি বাইক হলদিবাড়ির দিকে আসছিল। সেই সময় পিছন থেকে একটি বাইক সামনের বাইকে সজোরে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় সামনের বাইকে থাকা আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিস। পুলিস গিয়ে দুঘটনাগ্ৰস্থ বাইকগুলি আটক করে থানায় নিয়ে আসে।হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম শান্তি রায় (৪৫)। তাঁর বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ৫ নম্বর সিপাই পাড়া লক্ষ্মীরধাম এলাকায়। জানা গিয়েছে, এদিন ছেলের বাইকে করে এক আত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখতে যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তাতেই ঘটে যায় দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিস।