গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি বৃদ্ধি নিয়ে শোরগোল, আন্দোলনে পড়ুয়ারা
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, মালদহ: এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তে প্রায় ৯ বছর পরে বেড়েছিল স্নাতকোত্তরের সেমিস্টারে ভর্তি ও রিঅ্যডমিশন ও পরীক্ষার ফি। কিন্তু তা নিয়ে ব্যাপক শোরগোল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন পড়ুয়াদের একাংশ। বিদায়ী উপাচার্য বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেন সংশ্লিষ্ট সব মহলের সঙ্গেও। কিন্তু সমাধান সূত্র বেরনোর আগেই তাঁকে অপসারণ করে রাজভবন। ফলে এই মুহুর্তে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারে রিঅ্যাডমিশন ও পরীক্ষার সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়। এরপরই তুঙ্গে আন্দোলন। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সোমবার অন্য মোড় নেয় পড়ুয়াদের ওই অংশের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। কার্যনির্বাহী রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, "উপাচার্য না থাকায় আমরা ফি কমানোর সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের হাতে সেই ক্ষমতা নেই।"