• মদ্যপানের পর ‘জয়রাইডে’ বেরিয়ে শূন্যে গুলি, গ্রেপ্তার আইনের ছাত্র সহ তিন
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার গভীর রাতে বারাকপুরে পুলিস কমিশনারের অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিটি রোডের উপরে শূন্যে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত তিনজন বাইকে চেপে এসেছিল। বিষয়টি নজরে আসে বিএন বসু হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীদের। সঙ্গে সঙ্গে টহলদারি পুলিশকে খবর দেন তাঁরা। অভিযুক্ত যুবকদের পেছনে তাড়া করে টাটা গেটে তাদের গতি রোধ করা হয়। তিন অভিযুক্তের নাম মহম্মদ আরবাজ আনসারী, শাহবাজ আনসারী এবং বিশ্বজিৎ তেওয়ারি। রাতে টিটাগড় থানা তাদের গ্রেপ্তার করে। কী কারণে তারা গুলি চালাল এবং কাউকে উদ্দেশ্য করে চালিয়েছে কিনা, তা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই যুবকরা কোথা থেকে অস্ত্র পেল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশে জানতে পেরেছে, আরবাজ আইনের ছাত্র। বারাকপুর চিড়িয়া মোড় এলাকার একটি পানশালায় মদ্যপান করে জয়রাইডে বেরিয়েছিল তিন বন্ধু। তখনই তারা শূন্যে গুলি চালায়। যেখান থেকে কিছুটা দূরে পুলিশ কমিশনারের অফিস। এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। আরবাজের বাড়ি বাড়ি খরদহে। আজ তিনজনকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)