• ভ্যাপসা গরমে কাহিল মানুষ, আজ বৃষ্টি হবে কি?
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ৮ সেপ্টেম্বর: গত কয়েক দিনে ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। কবে একটু স্বস্তির বৃষ্টি হবে? সেই অপেক্ষায় সবাই। আজ, সোমবার কলকাতার কিছু এলাকায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩৪ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    গতকাল ঊর্ধ্বমুখী ছিল শহরের তাপমাত্রার পারদ। তাতে যোগ হয় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি।  এই দুইয়ের যোগফল ভ্যাপসা গরম ও সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার হার ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
  • Link to this news (বর্তমান)