• কালী মন্দিরে চুরি করার সময় ধরা পড়তেই চলল গুলি! চাঞ্চল্য নিউ বারাকপুরে
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ বারাকপুরে চলল গুলি! রবিবার রাতে দক্ষিণ তালবান্দার একটি কালী মন্দিরে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় চোর। অভিযুক্ত স্থানীয় যুবক। এরপরে সে নিজের গ্যাংয়ের অন্য দুষ্কীতিদের ডেকে আনে। তাদের মধ্যে একজন গুলি চালায় বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে মন্দিরে ঢুকে কালী ঠাকুরের সোনার অলঙ্কার চুরি করছিল দুই যুবক। তা টের পেয়ে যান স্থানীয় লোকজন। তাঁরা এক চোরকে হাতেনাতে ধরে ফেলতে পারলেও অন্যজন পালিয়ে যায়। দেখা যায়, আটক ব্যক্তির নাম রাহুল মণ্ডল। সে এলাকারই যুবক। তাকে বসিয়ে রেখে অন্যজনের নাম জানতে চান ক্ষুব্ধ গ্রামবাসীরা। মারধরও করা হয়। সেই সময় খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে। ওই সদস্যা আসার পর আলোচনা শুরু হয়। সে সময় অভিযুক্ত যুবকও তার দলবলকে ফোন করে ডেকে আনে। তৈরি হয় তীব্র উত্তেজনা তৈরি হয়। সেই সময় অভিযুক্ত যুবকের বন্ধু প্রণব বিশ্বাস পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান ওই পঞ্চায়েত সদস্যা। নিউ বারাকপুর থানার পুলিশ অভিযুক্ত রাহুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত প্রণব বিশ্বাসের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, আসামাজিক কাজকর্মে জড়িত থাকার একাধিক অভিযোগ আছে ফেরার প্রণবের বিরুদ্ধে। গাঁজা মামলায় বছর দুয়েক জেল খেটে গত মে মাসে ছাড়া পেয়েছিল সে।
  • Link to this news (বর্তমান)