• উচ্চমাধ্যমিক প্রথম পর্ব: নির্বিঘ্নেই প্রথম দিনের পরীক্ষা, ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ
    দৈনিক স্টেটসম্যান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। রেজাল্ট ঘোষণার ৭২ ঘণ্টা পরে ওএমআর শিটের স্ক্যান কপি আপলোড করা হবে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওএমআর শিট দেওয়া হবে।’

    সোমবার নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। সংসদ সূত্রে খবর, প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ৫৫২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তরবঙ্গ আঞ্চলিক দপ্তরের আওতায় অনুপস্থিত ১৩২১ জন, বর্ধমানে ১৪৬৫ জন, মেদিনীপুরে ৬৬৮ জন এবং কলকাতায় ২৩৭৩ জন। এ ছাড়া ১৪ জন অসুস্থ পরীক্ষার্থীও পরীক্ষা দিতে পারেননি। ৪৯৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

    চিরঞ্জীববাবু বলেন, ‘আমরা পরিদর্শনে গিয়েছিলাম। কোথাও কোনো অসুবিধা হয়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তাঁরা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে। প্রথম এই সিস্টেমে পরীক্ষা হল। সামান্য কিছু সমস্যা হয়েছিল। আগামীতে আর সমস্যা হবে না। কোথাও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়েননি কেউ। প্রথম দিনে পরীক্ষার সার্বিক ছবি ইতিবাচক। সর্বত্র শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। বাংলা প্রশ্নপত্র নিয়েও খুশি পরীক্ষার্থীরা।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)