• আগামী রবিবারের পরীক্ষাও স্বচ্ছ হবে: ব্রাত্য
    দৈনিক স্টেটসম্যান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নানা বিতর্ক-জল্পনার পর নির্বিঘ্নেই সম্পন্ন হল এসএসসি-র নবম-দশমের পরীক্ষা। একদিকে যেমন বহু নতুন পরীক্ষার্থী বসেছেন পরীক্ষায়, একই সঙ্গে ‘অগ্নিপরীক্ষা’ দিয়েছেন ২০১৬-র প্যানেলের যোগ্য শিক্ষকরাও। সকলেই এক বাক্যে জানিয়েছেন, ‘প্রশ্নপত্র ভালো এসেছে।’ এমতবস্থায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আগামী রবিবারের এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিয়েও আশাপ্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার তিনি এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন। নবম-দশম শ্রেণির এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দপ্তর এবং সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই।’

    এরপরই প্রশাসনের উপর আস্থা রেখে তাঁর সংযোজন, ‘আমি আশা করি, আগামী রবিবারের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষাকেও স্বচ্ছ রাখতে সমস্ত সাহায্য করবেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।’ উল্লেখ্য, প্রায় ৯ বছর পর রাজ্যে হল এসএসসি। নিরাপত্তার ঘেরাটোপে কোনো খামতি রাখেনি কমিশন থেকে প্রশাসন। পরীক্ষার্থীরা প্রথমবার প্রশ্নপত্রের কপি বাড়ি নিয়ে যেতে পারলেন। একই সঙ্গে ওএমআর শিটের কার্বন কপিও পরীক্ষা শেষে হাতে পেয়েছেন তাঁরা। অনেকেই মনে করছেন, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন কোনও কেলেঙ্কারির সম্ভাবনা এড়ানো যাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)