• পুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, কবে বদলাবে আবহাওয়া?
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে। এই অস্বস্তি থেকে এখনই মুক্তির কোনও সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গুজরাট ও সংলগ্ন রাজস্থান এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে। এটি পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায়। সোমবার বিকেলের দিকে এটি আরো পশ্চিম এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং শক্তি হারাবে। মৌসুমী অক্ষরেখা ফের ওড়িশায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে কোটা গুনা, দামহো, বিলাসপুর ও পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

    কলকাতায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৯ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তাই পুজোর কেনাকাটি করতে বেরলে সঙ্গে রাখুন ছাতা।
  • Link to this news (প্রতিদিন)