শান্তনু কর, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে বন্ধ সমবায় ব্যাঙ্ক। এলাকার বাসিন্দারা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধভাতার টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ। বহু মানুষ ওই সমবায় ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটও করেছিলেন। চলতি মাসের শেষেই দুর্গাপুজো। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায় কোনও টাকাই তুলতে পারছেন না গ্রাহকরা। ফলে সমস্যায় পড়েছে বহু পরিবার। প্রতিবাদে এদিন রাজ্যসড়ক অবরোধ করলেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শালবাড়ি এলাকায়।
পূর্ব দুরামারিতে অবস্থিত পল্লিমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ওই সমবায় ব্যাঙ্কে শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকার বহু মানুষের অ্যাকাউন্ট আছে। শুধু তাই নয়, ওইসব অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধভাতা-সহ একাধিক প্রকল্পের অনুদানের টাকা ঢোকে। ব্যাঙ্ক বন্ধ থাকায় গ্রাহকরা ওইসব টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ। অনেক বাসিন্দা ওই সমবায়ে টাকা ফিক্সড ডিপোজিটও করেছেন। সেই টাকার সুদও তুলতে পারছেন না গ্রাহকরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই সমবায় সমিতিতে একাধিক অনিয়ম রয়েছে। ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও টাকা মিলছে না, সেভিংস অ্যাকাউন্ট ও প্রাত্যহিক কালেকশনেরও কোনও হিসেব নেই।” দীর্ঘদিন ধরে টাকা না মেলায় ক্ষোভ বাড়ছিল গ্রাহকদের। আজ, সোমবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ গ্রাহকরা। তাঁদের দাবি, ব্যাঙ্কে জমা থাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা-সহ বিভিন্ন জমানো টাকা দ্রুত ফেরত দিতে হবে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। পরে বিক্ষোভ ওঠে।