আগামী সপ্তাহে কলকাতা সফরে প্রধানমন্ত্রী, সঙ্গী ‘সুপারস্পাই’ ডোভাল, সেনার সঙ্গে বৈঠক
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা ছিল আগেই। এবার সেই সফর সম্পর্কে নিশ্চিত খবর মিলল। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গী ‘সুপারস্পাই’ অজিত ডোভাল। একইদিনে মোদি-ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিঁদুরের পর এরাজ্যে মোদি, ডোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।
প্রতিবেশী বাংলাদেশ এখনও শান্ত হয়নি। মাঝেমধ্যেই সেখানে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। এসসিও সম্মেলনে চিন-ভারতের বৈঠকের পর চিন সীমান্তে অনেকটা স্থিতি ফিরেছে। তা সত্ত্বেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথবাহিনীর কমান্ডারদের (Combined Commanders’ Conference) সম্মেলন রয়েছে। তাতে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কলকাতায় আসা বলে জানা যাচ্ছে।
ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদি, রাজনাথ সিং, অজিত ডোভাল ছাড়াও থাকবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তাঁরা। উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় এই বৈঠক অতি জরুরি, তা বলাই বাহুল্য। ওইদিন প্রধানমন্ত্রী মোদি কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই খবর।