শিয়ালদহ আদালতে জামিনের আর্জিতে ‘না’, FIR বাতিল করতে চেয়ে হাই কোর্টে রাকেশ সিং
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব আইচ ও গোবিন্দ রায়: শিয়ালদহ আদালতে খারিজ বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনের আর্জি। তাঁকে ১৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এদিকে এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাকেশ সিং। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাচ্ছিল না পুলিশ। গত সপ্তাহে রাকেশের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার পরেই আড়ালে থেকে একটি ভিডিও বার্তা দেন রাকেশ। যেখানে পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। ওই ঘটনার দুদিনের মাথায় গ্রেপ্তার হন রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ, সোমবার ধৃতকে তোলা হয় শিয়ালদহ আদালতে। সেখানেই জামিনের আবেদন করেন আইনজীবী। কিন্তু তা খারিজ করে দিয়েছেন বিচারক। এদিকে এদিনই এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাকেশ সিং। জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার শুনানির সম্ভাবনা।