কাশ্মীরে সেনা অভিযানে খতম দুই জঙ্গি, জখম তিন জওয়ানও
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
শ্রীনগর: নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে ফের রক্ত ঝরল জম্মু ও কাশ্মীরে। সেনার অভিযানে নিকেশ আরও দুই জঙ্গি। সোমবার কুলগাঁওয়ের গুডারে জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা। সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিস এবং সিআরপিএফ। বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। শুরু হয় দু’পক্ষের লড়াই। এরইমধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছে সেনা। এদিনের অভিযানে আহত হয়েছেন তিন জওয়ান। দ্রুত তাঁদের শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত জঙ্গিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ওই অঞ্চলে আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সেনার অনুমান। এজন্য সেখানে জারি রয়েছে তল্লাশি অভিযান। পহেলগাঁও হামলার পর থেকেই কাশ্মীরে জঙ্গিদমনে বিশেষভাবে সক্রিয় হয়েছে সেনা। অপারেশন মহাদেব, অপারেশন অখালের মতো একাধিক অভিযানে নিকেশ হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। এদের মধ্যেই ছিল পহেলগাঁও হামলার মূলচক্রীরাও। তবে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে এখনও জঙ্গিরা লুকিয়ে আছে বলেই সন্দেহ। বিশেষ করে কুলগাঁওয়ের কাছে জঙ্গলঘেরা এলাকা জঙ্গিদের গা ঢাকা দেওয়ার উপযুক্ত জায়গা হয়ে উঠেছে। তাই এই অঞ্চলে লাগাতার অভিযান চলছে।