বসুন্ধরার হয়ে সওয়াল বর্ষীয়ান কংগ্রেস নেতা গেহলটের, তীব্র জল্পনা
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
জয়পুর: বছর দু’য়েক আগে বিপুল জয় পেয়ে রাজস্থানের কুর্সি দখল করে বিজেপি। তারপর মুখ্যমন্ত্রী কে হবেন এনিয়ে তীব্র জল্পনা চলেছিল। বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রী পদের যোগ্যতম দাবিদার হলেও শেষ পর্যন্ত শিঁকে ছেড়েনি। সব হিসেব-নিকেশ পাল্টে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয় অনামী ভজনলাল শর্মাকে। দু’বছর পর বসুন্ধরাকে নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে বসুন্ধরাকে চেয়ে ছ’মাসের মধ্যে দ্বিতীয়বার সওয়াল করলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিচার করে বসুন্ধরাকে মুখ্যমন্ত্রী করা উচিত ছিল বিজেপির। গেরুয়া শিবির এনিয়ে চিন্তাভাবনা করছে বলেও দাবি করেন কংগ্রেস নেতা। যদিও বিষয়টি অস্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজস্থানে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা মদন রাঠোর।
গত বৃহস্পতিবারই যোধপুরে রাষ্ট্রীয়
স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে একান্তে বৈঠক করেন বসুন্ধরা। তাঁদের বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এরইমধ্যে গেহলটের মন্তব্য সামনে এল। তিনি মনে করেন, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বসুন্ধরাকে সুযোগ দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী পদে তাঁকেই বিজেপির স্বাভাবিক পছন্দ হওয়া উচিত। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলালের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন গেহলট।