নয়াদিল্লি: আদালতকে রাজনৈতিক লড়াইয়ের আখড়া হতে দেব না। নেতাদের সমালোচনা সহ্য করবার মতো পুরু চামড়া থাকা উচিত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে বিজেপির মানহানি মামলা খারিজ করে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এর আগে তেলেঙ্গানা হাইকোর্টে গেরুয়া শিবিরের আর্জি খারিজ হয়ে যায়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু সোমবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ থেকেও খালি হাতে ফিরতে হল তাদের। ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে রেবন্ত দাবি করেন, বিজেপি ৪০০ আসন নিয়ে ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে। এরপরই রেবন্তের বক্তব্যকে ‘মিথ্যা ও অপমানজনক’ আখ্যা দিয়ে মামলা হয়।