• প্রকাশ্যে প্রস্রাবে বাধা, হরিয়ানার যুবককে গুলি করে খুন আমেরিকায়
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • ঝিন্দ: প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করছিল একজন। এই  অপকর্মের প্রতিবাদ করেছিলেন এক ভারতীয় যুবক। সেটাই কাল হল। ঘটনাস্থলেই গুলি করে খুন করা হল ওই ভারতীয়কে। শনিবারের আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ঘটনায় নিহত যুবকের নাম কপিল। উপার্জনের জন্য তিন বছর আগে মার্কিন মুলুকে গিয়েছিলেন তিনি।  হরিযানার ঝিন্দ জেলার বরাহ কালান গ্রামের এই যুবক ছিলেন পরিবারের একমাত্র উত্তরাধিকারী। বিদেশে তাঁর মর্মান্তিক পরিণতির খবর পৌঁছনোর পর গ্রামে নেমে এসেছে শোকের কালো ছায়া। হত্যাকারীর পরিচয় নিয়ে এখনও কিছু জানায়নি মার্কিন প্রশাসন। সূত্রের খবর, ২০২২ সালে ‘ডাঙ্কি রুট’ ধরে আমেরিকায় গিয়েছিলেন কপিল। পানামার জঙ্গল, মেস্কিকোর সীমান্ত অতিক্রম করে আমেরিকা পৌঁছতে খরচ হয়েছিল প্রায় ৪৫ লক্ষ টাকা। তবে ট্রাম্পের দেশে ঢুকতেই কপিলকে গ্রেপ্তার করা হয়। আইনি লড়াই শেষে অবশেষে ছাড়া পান তিনি। তারপর থেকে দোকানের নিরাপত্তারক্ষী হিসেবে সেখানে কাজ করছিলেন কপিল। পরিবারের অভিযোগ, অভিযুক্তকে প্রকাশ্যে প্রস্রাব করায় বাধা দিয়েছিলেন কপিল। এজন্য নির্বিচারে গুলি চালিয়ে কপিলকে হত্যা করে সে।
  • Link to this news (বর্তমান)