• ডিএ: পুজোর পরে হতে পারে রায়দান
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুজোর পরেই কি ডিএ মামলার রায়? গত প্রায় আড়াই বছর ধরে দফায় দফায় হয়েছে শুনানি। বারবার পিছিয়েছে মামলা। অবশেষে সোমবার সমাপ্ত হল পশ্চিমবঙ্গের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। তবে রায় রিজার্ভ রাখা হল। এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়ে দিল, এরপরেও কারও কোনও বক্তব্য থাকলে লিখিত আকারে জমা দিতে পারেন। আবেদনকারী পশ্চিমবঙ্গ সরকারকে আগামী দু সপ্তাহের মধ্যে তাদের অতিরিক্ত বক্তব্য জমা করতে বলা হয়েছে। তারপর বিবাদী রাজ্য সরকারি কর্মচারীদের সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। ফলে এখন থেকে তিন সপ্তাহের মধ্যে দুই পক্ষের লিখিত বক্তব্য জমা পড়বে সুপ্রিম কোর্টে। তারপর তা দেখে নিয়ে রায় লিখবেন বিচারপতিদ্বয়। সেই মতো হবে রায়দান।
  • Link to this news (বর্তমান)