• আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, জয় নিশ্চিত এনডিএ’র
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ দেশের সতেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচন। মুখোমুখি দুই প্রার্থী শাসক শিবির এনডিএ’র সি পি রাধাকৃষ্ণন এবং বিরোধীদের প্রার্থী বুচিরেড্ডি সুদর্শন রেড্ডি। প্রথমজন ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। নিজেকে দক্ষিণ ভারত থেকে দেশের প্রথম ওবিসি উপরাষ্ট্রপতি প্রার্থী বলে বুকলেট ছাপিয়ে প্রচার করেছেন। সুদর্শন রেড্ডি তফশিলি সম্প্রদায়ভূক্ত। তিনি চেয়েছেন সংবিধান রক্ষা এবং গণতন্ত্র বাঁচানোর দাবিতে ভোট প্রার্থনা। আজ মঙ্গলবার ‘বিবেক’ ভোটের লড়াই। সাধারণ অঙ্কের হিসেবে রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত। বিরোধীদের লক্ষ্য হারের মার্জিন কমানো। মোট ভোটার ৭৮১ জন। সেই হিসেবে জয়ের জন্য প্রয়োজন ৩৯১ টি ভোট। সরকার পক্ষের প্রার্থী ৪৩৯টি ভোট পেতে পারেন। বিরোধীদের প্রার্থী ৩২৪। ১১৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত এনডিএ প্রার্থীর।
  • Link to this news (বর্তমান)