সরকারি বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে স্বামী, আপ বলল ‘ফুলেরা’
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: যেন বিখ্যাত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর দৃশ্য। সেখানে ‘ফুলেরা’ গ্রামের নির্বাচিত পঞ্চায়েত প্রধান ছিলেন মঞ্জু দেবী। অথচ
ভোটে না জিতেও প্রধানের সব ক্ষমতা ভোগ করতেন মঞ্জু দেবীর স্বামী। বকলমে তিনিই পঞ্চায়েত পরিচালনা করতেন। সেই দৃশ্যই যেন ফিরে এল দিল্লিতে। নিজের বিধানসভা এলাকা শালিমার বাগে উন্নয়নমূলক প্রকল্প খতিয়ে দেখতে রবিবার
সরকারি বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছিলেন অন্য আধিকারিকরা। আর সেই বৈঠকে পুরো সময়টা রেখার পাশে বসে ছিলেন তাঁর স্বামী পেশায় ব্যবসায়ী ও সমাজসেবী বলে পরিচিত মণীশ গুপ্তা। বৈঠকের ছবি সহ আলোচনার বিষয় নিজেই প্রকাশ্যে এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আপ নেতা সৌরভ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দিল্লি সরকার ফুলেরা পঞ্চায়েত
হয়ে গিয়েছে। ফুলেরা পঞ্চায়েতে যেমন মহিলা পঞ্চায়েত প্রধানের স্বামী সব দায়িত্ব সামলাতেন, আজ দিল্লিতেও মুখ্যমন্ত্রীর স্বামী সরকারি বৈঠকে উপস্থিত থাকলেন। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। দেশের রাজধানীতে গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থাকে উপহাস করা হচ্ছে।’ কংগ্রেসও প্রশ্ন তুলেছে, দিল্লির মুখ্যমন্ত্রী কে? রেখা নাকি তাঁর স্বামী? বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পাল্টা দাবি, কেজরিওয়ালের স্ত্রীর মতো রেখার স্বামী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়েননি বা সরকারি আধিকারিকদের বেআইনি নির্দেশ দেননি।