• মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সম্পাদক হিদমা?
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • রায়পুর: মাওবাদী নেতা তথা নিষিদ্ধ এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মান্ডভি হিদমাকে বিশেষ দায়িত্ব। তাঁকে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেজেডসি) সাধারণ সম্পাদক করা হয়েছে।  সম্প্রতি অন্ধ্রপ্রদেশে এক আত্মসমপর্ণকারী মাওবাদীর বয়ানে এই তথ্য জানতে পেরেছে নিরাপত্তা বাহিনী। দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি মাওবাদীদের অন্যতম প্রভাবশালী শাখা সংগঠন। তার সাধারণ সম্পাদক হিসেবে হিদমার নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা যাচ্ছে, মাওবাদী অধ্যুষিত বস্তারের প্রথম নেতা হিসেবে ডিকেজেডসির সাধারণ সম্পাদক হয়েছেন হিদমা। 

    ছত্তিশগড়ের এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে আত্মসমর্পণ করেন কমলেশ নামে এক মাও নেতা। তিনি ছিলেন সাউথ জোনাল কমিটির সদস্য। কমলেশের সূত্রেই হিদমা সম্পর্কে এই  তথ্য মিলেছে। সূত্রের খবর, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে ডিকেজেডসির সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন রামচন্দ্র রেড্ডি। তাঁর পর এই পদ পাওয়ার কথা ছিল তেলেগু নেতা তাক্কালাপাল্লি বাসুদেবা রাও ওরফে আসান্নার। তবে তার বদলে হিদমাকে নির্বাচন করা হল। মনে করা হচ্ছে, ছত্তিশগড়ের স্থানীয় ক্যাডারদের দাবি মেনেই তেলেগু নেতার বদলে ছত্তিশগড়ের ভূমিপুত্রকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কমলেশের সেই দাবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানানো হয়েছে। বস্তার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময়ে আত্মসমর্পণকারী অন্য কোনও মাওবাদী সরাসরি হিদমার থেকে কোনও নির্দেশ পাওয়ার কথা জানাননি।’
  • Link to this news (বর্তমান)