• জেলে থাকবে সবরকম সুবিধা, মেহুলকে ফেরাতে বেলজিয়ামকে আশ্বাস কেন্দ্রের
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: জেলে মিলবে উপযুক্ত চিকিৎসা। থাকবে ব্যক্তিগত পরিসর। পরিচ্ছন্নতা।  নিরাপত্তারও সমস্যা নেই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে দেশে ফেরাতে বেলজিয়ামকে এমনই আশ্বাস দিল কেন্দ্র। সম্প্রতি বেলজিয়ামের বিচার বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে এব্যাপারে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে জানানো হয়েছে, মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে মেহুলকে। সেখানে প্রত্যেক বন্দির জন্য অন্তত তিন বর্গমিটার ব্যক্তিগত পরিসর, পরিষ্কার-পরিচ্ছন্ন সেল থাকে। এছাড়াও খোলা আকাশের নীচে ব্যায়ামের সুযোগ, লাইব্রেরি ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে। দিনে তিনবার খাবার, বিশুদ্ধ পানীয় জল, পাখা, শৌচালয়, স্নানের ব্যবস্থাও করা হচ্ছে। ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। ৬৫ বছরের হীরে ব্যবসায়ী মেহুল সাত বছরেরও বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁকে দেশে আনার বহু চেষ্টা করেছে সিবিআই-ইডি। গত এপ্রিল মাসে গীতাঞ্জলি গোষ্ঠীর কর্ণধারকে গ্রেপ্তার করা হয় বেলজিয়ামে। ভারত সরকারের অনুরোধেই সেদেশের পুলিশ এই পদক্ষেপ করে। পিএনবির ১৩ হাজার ৫০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার আগেই চোকসিকে গ্রেপ্তার করে বেলজিয়াম পুলিশ। বেলজিয়ামের আদালত ভারত সরকারের আশ্বাস বিবেচনা করবে। তারপরই মেহুলের প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  
  • Link to this news (বর্তমান)