দেবজ্যোতি সাহা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম নিউটাউন বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় জয়হিন্দ ক্লাবের পুজো। এবারে ৭৬তম বছরের দুর্গোৎসবে সেজে উঠছে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি মণ্ডপে। পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে পরিবেশবান্ধব উপকরণে। দেড় মাস আগে এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। জোরকদমে সেই কাজ চলছে। বক্সিরহাটের শিল্পী নরেশ সাহা মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মন্ডপ তৈরি করছেন। এদিকে প্রতিমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন কাকরিবাড়ির নকুল চন্দ্র পাল। আলোকসজ্জাতেও থাকছে আধুনিকতার ছোঁয়া।
পুজো কমিটির সভাপতি গৌতম সরকার বলেন, আমাদের পুজোর বাজেট ১১ লক্ষ টাকা। দ্বিতীয়ার দিন মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হবে। তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন হবে। আশা করছি প্রতিবারের মতো এবারও পুজোর কদিন আমাদের মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে।
অন্যদিকে, এবারে ৭৫ ফুট উচ্চতার মণ্ডপ তৈরি করে নজর কাড়তে চলেছে হরিরাম সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় তুফানগঞ্জ নিউটাউন ক্লাব। তামিলনাডুর রামেশ্বরমের শিবমন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। শহরের ১২ নম্বর ওয়ার্ডের হরিরাম হাইস্কুলের মাঠে চলছে পুজোর আয়োজন। এবারে পুজো ৬৩ বছরে পড়ল। পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। স্থানীয় শিল্পীরা মণ্ডপ তৈরির কাজ করছেন। পুজো মণ্ডপ ফুটিয়ে তুলতে চলছে জোর প্রস্তুতি। প্রতিমা নিয়ে আসা হবে কোচবিহারের কাকড়িবাড়ি থেকে। পুজোর চার দিন থাকবে একাধিক সামাজিক কর্মসূচি। পুজো কমিটির সম্পাদক নিরঞ্জন পাল বলেন, গোটা মহকুমায় আমাদের পুজো যথেষ্ট জনপ্রিয়। প্রতি বছর দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আমাদের এখানে আসেন। আশা করছি এবারেও সকলের মন জয় করতে পারব। নিজস্ব চিত্র।