• ময়নাগুড়ির তিস্তার ঘাট থেকে চুরি যাওয়া স্কুটার মিলল ক্রান্তিতে, ধৃত ১
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আগস্ট মাসে শ্রাবণী মেলার সময় তিস্তার ঘাট থেকে স্কুটার চুরি করে নম্বর প্লেট খুলে ফেলেও হল না শেষ রক্ষা। চুরি যাওয়া স্কুটার রবিবার রাতে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের হেফাজত থেকে আরও একটি চুরি যাওয়া স্কুটার একইসঙ্গে উদ্ধার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অপূর্ব মজুমদার। তার বাড়ির ক্রান্তির চাপাডাঙায়। 

    শ্রাবণী মেলায় মৌলানি থেকে পিন্টু রায় স্কুটার নিয়ে তিস্তার ঘাটে এসেছিলেন। রেল ব্রিজের সামনে স্কুটার রেখে তিনি তিস্তার ঘাটে জল আনতে যান। তিস্তার ঘাট থেকে এসে দেখেন যেখানে স্কুটার রেখে গিয়েছিলেন সেখানে নেই। এরপর আশেপাশে খোঁজাখুঁজি করেও পাননি। পরবর্তীতে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। 

    সূত্র মারফত ক্রান্তি থেকে পুলিশের কাছে খবর আসে ময়নাগুড়িতে যে স্কুটারটি সম্প্রতি চুরি হয়েছে সেটি ক্রান্তিতে এক যুবক চালাচ্ছে। কিন্তু সেই স্কুটারে নম্বর প্লেট নেই। এরপর রবিবার পুলিশের টিম অভিযুক্তের বাড়িতে হানা দেয়। চুরি যাওয়া স্কুটারের ইঞ্জিন নম্বর মেলাতেই পরিষ্কার হয়ে যায় চোরাই স্কুটারটি অপূর্ব মজুমদারের হেফাজতে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার বাড়ি থেকে উদ্ধার হয় আরও একটি স্কুটার। 

    ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধৃত যুবক স্কুটারটি চুরি করেছিল, নাকি কারও কাছ থেকে পেয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)