মৃৎশিল্পকে পেশা করেছেন সাহাপুরের কৌশিক, গড়ছেন ১২টি দুর্গা প্রতিমা
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ পাশ করে পেশা হিসাবে মৃৎশিল্পকে বেছে নিয়েছেন পুরাতন মালদহের সাহাপুর গ্রামের কৌশিক পাল। এবার পুজোয় বছর পঁচিশের যুবক গড়ছেন ১২টি প্রতিমা। ৯ বছর আগে ছাত্রাবস্থায় হাতেখড়ি কৌশিকের। পড়াশোনার ফাঁকে বাবাকে সাহায্য করতেন প্রতিমা গড়ার কাজে। পরবর্তীতে রপ্ত করেছেন কার্তিক, সরস্বতী, বিশ্বকর্মা মূর্তি তৈরি করা। কৌশিকের বাড়ি সাহাপুর তাঁতিপাড়া এলাকায়। বাবা বিমল পাল এলাকার জনপ্রিয় মৃৎশিল্পী। বাড়ির কারখানায় বছরভর বিভিন্ন প্রতিমা তৈরি হয়। কাজের পাশাপাশি ক্লার্ক, কনস্টেবল সহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নেন কৌশিক। সাহাপুরে তাঁর বাড়ি গিয়ে দেখা যায় কারখানায় প্রতিমা তৈরিতে মগ্ন। বলেন, কয়েকটি পরীক্ষা দিলেও সরকারি চাকরি হয়নি। তাই মৃৎশিল্পকে পেশা হিসেবে বেছে নিয়েছ। এবার ১২টি প্রতিমা তৈরি করছি। একাজে বাবা অনেকটা সাহায্য করেন। সুযোগ পেলে কাজের ফাঁকে প্রস্তুতি নিয়ে সরকারি পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। কৌশিক পাল।-নিজস্ব চিত্র