• জলপাইগুড়িতে কাল মুখ্যমন্ত্রীর সভা
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। শহরের এবিপিসি মাঠে সভা করবেন তিনি। এনিয়ে প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। আজ মঙ্গলবারই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছে যাবেন। 

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর জলপাইগুড়ির সভা থেকে জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বহু মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে জমির পাট্টা। রাজ্য সরকারের উদ্যোগে রাজগঞ্জের বেলাকোবার শিকারপুরে দেবী চৌধুরানির মন্দিরটি নতুন করে সেজে উঠেছে। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ওই মন্দিরের উদ্বোধন করতে পারেন। সেইসঙ্গে জলপাইগুড়ি জেলায় অবস্থিত অন্যতম সতীপীঠ ভ্রামরী দেবীর মন্দিরের উন্নয়নে নয়া ঘোষণা থাকতে পারে। রাজ্যের অর্থে ধূপগুড়িতে তিনটি বড় সেতু তৈরি হয়েছে, সভামঞ্চ থেকে ভার্চুয়ালি সেগুলির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও এনিয়ে জেলা প্রশাসনের কর্তারা কিছু বলতে নারাজ। 
  • Link to this news (বর্তমান)