• দুর্গাপুজোর বাজারে সেমি পচমপল্লি, ইঞ্চি বর্ডার শাড়িকে জোর টক্কর বিষ্ণুপুরের হ্যান্ডপ্রিন্ট তসরের
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নজর কাড়ছে তসর।  তাও আবার পিওর তসরের মধ্যে হ্যান্ডপ্রিন্ট। রায়গঞ্জের পুজোর শাড়ির বাজারে যুবতী থেকে মহিলা, সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু বাঁকুড়ার বিষ্ণুপুরের এই হ্যান্ডপ্রিন্ট তসর সিল্ক শাড়ি। বিগত বছর বিশ্ববাংলা শাড়ির উপর নজর থাকলেও এবছর জনপ্রিয় বাঁকুড়ার বিষ্ণুপুরের এই তসর। পিওর ক্রেপের মধ্যে পজিশন প্রিন্ট, কাঞ্জিবরম, পচমপল্লির মতো নিত্যনতুন ট্রেন্ডি শাড়ি থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শাড়ি। চাহিদা অনেক বেশি। এই কারণে যোগান দিয়ে শেষ করে উঠতে পারছেন না বিক্রেতারা। এক লট শেষ হতেই, আরও এক লট আনতে হচ্ছে। এদিকে চাহিদা তুঙ্গে থাকায় খুশি বিক্রেতারাও। তাঁদের বক্তব্য, বাংলায় তৈরি পিওর তসরের মধ্যে হ্যান্ডপ্রিন্ট শাড়ি যেভাবে ক্রেতাদের নজর টেনেছে, তাতে রকমারি ফ্যান্সি শাড়িও এর কাছে ফিকে হয়ে গিয়েছে। 

    আধুনিকতার প্রভাব যতই থাক, বাঙালির শ্রেষ্ঠ  উৎসবে মহিলাদের সাজ এখনও পূর্ণতা পায় শাড়িতে। সেই ঐতিহ্যের রেশ ধরেই  রায়গঞ্জের মহিলারা এবার মজেছেন তসরে। অনেকেই বলছেন, রাজ্যের শিল্পকর্ম তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তৎপর। তাঁরই অনুপ্রেরণায় বিষ্ণুপুরের তসর শাড়ির ব্যাপক প্রসার। তাই শহরের মহিলাদের পছন্দের তালিকাতেও অন্যতম এই শাড়ি। শহরের বিদ্রোহী মোড় সংলগ্ন একটি বিপণির কর্ণধার বিকাশ আগরওয়ালের দাবি, কাপড়টির বিশেষত্ব হচ্ছে, পুরোটাই বিষ্ণুপুরে তৈরি। এই শাড়ি তৈরিতে যথেষ্ট ধৈয্যের পরিচয় দেন শিল্পীরা। শাড়িটি পুরোটাই হ্যান্ডপ্রিন্ট। পুজোয় মহিলাদের কাছে এই শাড়ির বিপুল চাহিদা রয়েছে। বিভিন্ন রং ও ডিজাইনের সম্ভার রয়েছে তাঁর দোকানে। শুধু তসর নয়, এবার শাড়ির বাজারে ট্রেন্ডিংয়ে রয়েছে বিষ্ণুপুরের কলাক্ষেত্র শাড়ি, বিষ্ণুপুরি সিল্কের মধ্যে হ্যান্ডপ্রিন্ট ইঞ্চি বর্ডার শাড়িও। সেইসঙ্গে বেঙ্গালুরুর সেমি পচমপল্লি, টিস্যু কাঞ্জিবরম, বেনারসের মশরু সিল্ক, সুরাতের ক্রাশ টিস্যু, আমেদাবাদের চিনন সিল্ক, সেমি পজিশন,  ফ্রেন্ডি শাড়ি। এছাড়াও পার্টিওয়ারের জন্য ক্রেপ খাড্ডি, শিফন খাড্ডি শাড়িও।

    যুবতী মেয়েদের কথা মাথায় রেখে এবার ফ্রেন্ডি কাপড়ের তৈরি বাহারি রঙের চুড়িদার, রঙ্গিলা সিল্ক ও ক্রানচি কাপড়ের তৈরি চুড়িদার সেটের ভ্যারাইটি রায়গঞ্জ শহরের বেশকিছু বিপণিতে পাওয়া যাচ্ছে। পুজো যত এগিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে শহরের এইসব শাড়ির দোকানগুলিতে।  রায়গঞ্জে তসরের শাড়ির বিকিকিনি। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)